নেত্রকোনায় জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২২:২০
ছবি: বাসস

নেত্রকোনা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায়  জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  নেত্রকোনা সদর উপজেলা শাখা। আজ মঙ্গলবার বিকেলে জেলা জামায়াত কার্যালয়ের হল রুমে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেত্রকোনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন  নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার,  পৌর জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব হাজারো শহীদ, লাখ বিপ্লবীর আহত ও পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে সফলতা অর্জিত হয়েছে। আমরা এ বিপ্লব কারো হাতে বর্গা দিতে দিবোনা। আর কোন স্বৈরাচার তৈরি হওয়ার সুযোগ দেয়া যাবেনা। বিপ্লবীদেরকেই অর্জিত এ স্বাধীনতার পাহারা দিতে হবে।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা সদর উপজেলার নন্দিপুর গ্রামের শহীদ রমজান আলীর মাতা। 

অনুষ্ঠান শেষে শহীদ রমজান আলীর মায়ের হাতে কিছু আর্থিক সহায়তা ও সৌজন্য উপহার তুলে দেন জেলা জামায়াতের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০