হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০৮
প্রতীকী ছবি। পিক্সাবে

হবিগঞ্জ, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার বড় ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, আজ ভোররাতে শহরের চৌধুরী বাজারের ডেমেশ্বর এলাকার নির্দন দাসের বাসায় ভোররাতে একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে জাপটে ধরতে গেলে তারা জনিকে ছুরিকাঘাত করে। এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাস হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনি ও জয় নির্দন দাসের পুত্র। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি সজল সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে এলাকাবাসীর ধারণা, চুরির উদ্দেশ্যে নয়, মূলত জনিকে খুন করার জন্যই চোর বেশে কয়েকজন যুবক আসে। তারা জনিকে খুন করে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০