কিশোরগঞ্জে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:৩৫
বুধবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে বিপুল পরিমান অবৈধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করা হয়। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার  বাজিতপুরে  অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজারে পরিচালিত অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলচিয়া বাজারের একাধিক গুদাম থেকে ৬৪ বস্তা কারেন্ট জাল এবং ১ হাজার ৫০ পিস চায়না/ম্যাজিক  জব্দকৃত জাল ধ্বংস করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৯২ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টার পর স্থানীয়দের সহযোগিতায় নদীপাড়ের খোলা স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এই জালগুলো নদীতে নামালে হাওরের মাছের উৎপাদনে চরম ক্ষতি হতো।

জেলা মৎস্য বিভাগ জানায়, অবাধে ব্যবহৃত কারেন্ট ও চায়না জালের কারণে মা ও পোনা মাছ নিধন হচ্ছে। ফলে নদী ও হাওরে মাছের প্রাচুর্য ভয়াবহ হুমকিতে পড়েছে। হাওরের মাছ রক্ষায় মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অগ্নিকাণ্ডের পর পুনরায় খুলে দেওয়া হল স্পেনের ঐতিহাসিক মসজিদ ক্যাথেড্রাল
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্র্যাইব্যুনাল
ভয়াবহ ধসের পর চিলির তামার খনি পুনরায় কার্যক্রম শুরু করবে
লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত
বাগেরহাটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক 
কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
১০