ভোলা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ভোলা জেলা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কার্যালয়ে ড্যাব আয়োজিত এই মানবিক কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক যুবক স্বেচ্ছায় রক্তদান করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ধারণ করেন।
ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার মো. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব শফিউর রহমান কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, ভোলা পৌর ছাত্রদলের সভাপতি জাকারিয়া মঞ্জু ও সদস্য সচিব জাকারিয়া বেলাল প্রমুখ।
ড্যাব ভোলা জেলা শাখার সভাপতি ডা. শরিফুল ইসলাম ও ডা. মিজানুর রহমানের যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় দায়বদ্ধতা ও মানবিক চেতনায় এক হয়ে সমাজের জন্য সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ স্মরণে ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই রক্তদান শুধু একটি স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নয়, এটি এক অর্থে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের সংগ্রামের প্রতীক।’
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের সনদপত্র প্রদান করা হয় এবং ভবিষ্যতে নিয়মিত এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়।