
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন।
এ সময় তিনি বলেন, যখন থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পেতে সাহায্য চেয়েছিল, তখন থেকেই ‘সব সময় আমেরিকা তাদের পাশে ছিল’। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বহু বছর ধরে ঘটনাটিকে অস্বীকার করার পর, উত্তর কোরিয়া ২০০২ সালে স্বীকার করেছে যে তারা ১৩ জন জাপানিকে অপহরণ করার জন্য এজেন্ট পাঠিয়েছিল। এই এজেন্টদের জাপানি ভাষা ও রীতিনীতিতে গুপ্তচরবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে একটি আলোচনার আগে এমন মন্তব্য করা হলো।
মার্কিন প্রেসিডেন্ট তার এশিয়া সফরের পরবর্তী পর্যায়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।