বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:১১
প্রতীকী ছবি

বগুড়া, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রাত সাড়ে আটটার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালাচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভিয়েতনামের হিউতে ২৪ ঘন্টায় ১.৭ মিটার বৃষ্টিপাতের রেকর্ড 
প্যারামাউন্ট স্কাইড্যান্স ১ হাজার কর্মী ছাঁটাই করবে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রাম বন্দরের ১৯টি বিপজ্জনক পণ্যের কন্টেইনার পরিবেশসম্মতভাবে ধ্বংস
বেসিস-এ নতুন সহায়ক কমিটি গঠন
রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
ঝালকাঠিতে নদী দূষণ রোধে জনসচেতনতা সভা
নিজ উদ্যোগে ‘প্রাকৃতিক বাঁধ’ গড়ছেন খেরুয়ার চরবাসী
১০