পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
বাউফলে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি: বাসস

পটুয়াখালী, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদর বিএনপি নেতা শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ অংশগ্রহণ করেন।

পরে গোলাবাড়ী এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বে অপর একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য জাকির মৃধা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, শ্রমিকদলের সভাপতি হাসান মঞ্জু, যুবদলের সাবেক নেতা হিরন জোমাদ্দার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, সাইফুল ইসলাম জুরান ও সাইফুল ইসলাম ফিরোজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০