পল্টনে ২৮ অক্টোবরের লগি-বৈঠার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে : মাহফুজুর রহমান

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২২:৪১
ছবি : বাসস

খুলনা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।

২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠার হত্যা থেকেই দেশে ফ্যাসিবাদের সূত্রপাত হয়েছিল। ওই দিন ছিল ভিনদেশি ভারতের ফরমায়েশে পরিচালিত হত্যাকাণ্ড, যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।

আজ মঙ্গলবার নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর কমপ্লেক্সের উত্তর গেটে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, ‘চোর, ডাকাত, খুনি, দুর্নীতিবাজ, লুটেরা পালিয়ে যায়, ভালো মানুষ নয়। আওয়ামী লীগের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের পালানোর মাধ্যমেই।’

মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজীর পরিচালনায় এতে বক্তব্য দেন খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, ইসলামী ছাত্রশিবির মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন এবং মহানগরী অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০