রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৪
ছবি : বাসস

রংপুর, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২৪) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জামিল কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় জামিল মিয়ার স্ত্রী কাকলী খাতুন বাপের বাড়ি চলে যায়। এ ঘটনায় জামিল তার মা জামিলা বেগমকে দোষারোপ করতে থাকে। এ নিয়ে মায়ের ওপর ক্ষোভ সৃষ্টি হয়।  

এদিকে স্ত্রী চলে যাওয়ার পর থেকে জামিল ও মা জামিলা বেগম একই ঘরে পৃথক খাটে বসবাস করতে থাকেন। এই সুযোগে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বসত ঘরের মেঝেতে পুঁতে রাখে।

কয়েকদিন পরে জামিলের মামাতো বোনসহ গ্রামবাসী জামিলার খোঁজে জামিলকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে খাঁটের নিচে মাটি খুঁড়ে জামিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।
তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আফতাব উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন শামিম আল মামুন।

পিপি আফতাব উদ্দিন বলেন, মাকে হত্যা করেছে ছেলে। যার কারণে মামলাটি খুবই স্পর্শকাতর ছিল। শেষ পর্যন্ত আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। রায়ের মধ্যদিয়ে নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০