বেসিস-এ নতুন সহায়ক কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৫

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম সচল করতে ১০ সদস্যের নতুন সহায়ক কমিটি গঠন করেছেন প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী সোমবার রাতে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে আগের কমিটি থেকে রয়েছেন টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল। 

কমিটির নতুন সদস্যরা হলেন-স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেড-এর মুশফিকুর রহমান, ফ্লোরা টেলিকম-এর মোস্তাফা রফিকুল ইসলাম, সিনার্জি ইন্টারফেস-এর বেলাল আহমেদ, ডাটাবিজ সফটওয়্যার-এর রাশেদ কামাল, এইচআর সফটবিডি’র এএইচএম রোকমুনুর জামান রনি, বাংলা পাজল-এর মুহাম্মদ আব্দুল মজিদ, লেমিসে লিমিটেড-এর মো. জুয়েল, এটোভা টেকনোলজি’র ফেরদৌস আলম ও মিট এক্সপার্ট-এর সৈয়দ জাহিদ হোসেন।

এর আগে, গত মে মাসে চেয়ারম্যান রাফেল কবিরের পদত্যাগের পর আগের সহায়ক কমিটি বিলুপ্ত করা হয়। 

দীর্ঘ চার মাস পর গত ৮ সেপ্টেম্বর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

বেসিস সদস্য ও ডিজিটাল কনসালটিং এজেন্সি বাংলাদেশের সিইও প্রকৌশলী আবু তাহের বলেন, ‘নানা বাধা পেরিয়ে নতুন উদ্যোগে বেসিস-এর কার্যক্রম আবারও শুরু হওয়ায় আমরা আশাবাদী। দলবাজি নয়, ব্যবসাবান্ধব পরিবেশই এখন সবচেয়ে জরুরি।’

তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন বেসিস-এ নতুন সহায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০