তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৩

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : নরওয়ে ২০১৬ সালে আর্কটিক অঞ্চলে তেল অনুসন্ধানের লাইসেন্স প্রদান করে তার জলবায়ু সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কিনা এই বিষয়ে ইউরোপীয় মানবাধিকার আদালত আজ মঙ্গলবার সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে। 

 খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছর স্ট্রাসবার্গ আদালত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার জন্য একটি রাষ্ট্রের নিন্দা জানিয়ে ঐতিহাসিক প্রথম রায় জারি করে। চার বছর আগে ছয়জন নরওয়েজিয়ান কর্মী এবং পরিবেশগত এনজিও গ্রিনপিস এবং ইয়ং ফ্রেন্ডস অফ দ্য আর্থের স্থানীয় শাখা আবেদন করেছে।

এই সংগঠনগুলো অভিযোগ করে বলেছে যে, লাইসেন্স দেওয়ার আগে নরওয়ের ‘কর্তৃপক্ষ তেল উত্তোলনের ফলে জলবায়ু পরিবর্তন প্রশমনে নরওয়ের বাধ্যবাধকতার ওপর সম্ভাব্য প্রভাবের কোনো পরিবেশগত প্রভাব মূল্যায়ন করেনি।’

পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে নরওয়ে প্রায়ই জলবায়ু কর্মীদের আইনি পদক্ষেপের মুখে পড়ে।

জাতীয় আদালতে বারবার পরাজয়ের পর মামলাকারীরা ইসিএইচআরের দ্বারস্থ হন। তারা মামলাটি ইউরোপীয় মানবাধিকার সনদের সেই ধারাগুলোর ওপর ভিত্তি করে করেছেন, যা জীবনের অধিকার এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতি সম্মান রক্ষার সঙ্গে সম্পর্কিত।

২০১৬ সালে নরওয়ের জ্বালানি মন্ত্রণালয় ১৩টি কোম্পানিকে বেরেন্টস সাগরে ১০টি অনুসন্ধান লাইসেন্স প্রদান করে। যার মধ্যে জাতীয় চ্যাম্পিয়ন স্ট্যাটোয়েল, যা বর্তমানে ইকুইনর নামে পরিচিত, সেইসাথে মার্কিন কোম্পানি শেভরন এবং কনোকোফিলিপস এবং রাশিয়ার লুকঅয়েল রয়েছে।

সেই সময় প্যারিস চুক্তির উপর নির্ভর করে, যার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা, এনজিওগুলো জাতীয় আদালতে আপিল করে, যুক্তি দেয় যে লাইসেন্সের সুবিধা প্রদান সংবিধানের একটি সুস্থ পরিবেশের অধিকার নিশ্চিত করার ধারার পরিপন্থী।

ইসিএইচআর এক বিবৃতিতে বলেছে, ‘এই মামলাটি জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রতিকূল প্রভাব থেকে মানুষের জীবন, স্বাস্থ্য, সুস্থতা এবং জীবনের মানের ওপর কার্যকরভাবে রক্ষা করার বাধ্যবাধকতার পদ্ধতিগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে।’

নরওয়ের সুপ্রিম কোর্ট ২০২১ সালে রায় দেয় যে এই লাইসেন্স প্রদান জীবনের জন্য ‘বাস্তব ও তাৎক্ষণিক বিপদ’ সৃষ্টি করে না। 

শেষ পর্যন্ত, কোনো ব্যবহারযোগ্য তেল মজুত না পাওয়ায় সব লাইসেন্সই ফেরত দেওয়া হয়।

গত বছর, ইসিএইচআর জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ না নেওয়ার জন্য সুইজারল্যান্ডের নিন্দা জানিয়ে একটি রায় জারি করে, যা কোনও রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০