ঢাবি’র আবাসিক হলের পকেট গেইট রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:৫৬

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল আবাসিক হলের পকেট গেইট বন্ধ থাকবে। 

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে ইতোমধ্যেই এই সংক্রান্ত নির্দেশনা সকল আবাসিক হলে প্রেরণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না। 

পরবর্তী দায়িত্ব পালনকারী নিরাপত্তা প্রহরীরা কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। 

ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি দৃষ্টিগোচর হলে অথবা সন্দেহজনক কর্মকান্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান, প্রক্টর অফিস বা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
বাংলাদেশে পাঁচ দিনের সফর শুরু করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দুই জোনের খেলা গোপালগঞ্জে শুরু
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
১০