কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৪

কুমিল্লা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বরুড়া উপজেলার সাহারপদুয়া গ্রামে দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ  বেলা ২টার দিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিশু একই বাড়ির, তারা হলো- সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের নয় বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং রিপন পোদ্দারের আট বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিধি ও বন্নি বাড়ির পাশের দিঘীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অসাবধানতাবশত দিঘীর গভীর অংশে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং তাদের পানি থেকে তুলেও নেয়। তবে ততক্ষণে দুই শিশুই নিথর হয়ে যায়। 

পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

অন্যদিকে নিধি পোদ্দারও একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পরিবারের সদস্যরা গভীর শোকে মুহ্যমান।

আমরা সবাইকে শিশুদের প্রতি আরো সতর্ক থাকতে অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০