কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৪

কুমিল্লা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বরুড়া উপজেলার সাহারপদুয়া গ্রামে দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ  বেলা ২টার দিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিশু একই বাড়ির, তারা হলো- সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের নয় বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং রিপন পোদ্দারের আট বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিধি ও বন্নি বাড়ির পাশের দিঘীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অসাবধানতাবশত দিঘীর গভীর অংশে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং তাদের পানি থেকে তুলেও নেয়। তবে ততক্ষণে দুই শিশুই নিথর হয়ে যায়। 

পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

অন্যদিকে নিধি পোদ্দারও একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পরিবারের সদস্যরা গভীর শোকে মুহ্যমান।

আমরা সবাইকে শিশুদের প্রতি আরো সতর্ক থাকতে অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০