কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৪

কুমিল্লা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বরুড়া উপজেলার সাহারপদুয়া গ্রামে দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ  বেলা ২টার দিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিশু একই বাড়ির, তারা হলো- সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের নয় বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং রিপন পোদ্দারের আট বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিধি ও বন্নি বাড়ির পাশের দিঘীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অসাবধানতাবশত দিঘীর গভীর অংশে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং তাদের পানি থেকে তুলেও নেয়। তবে ততক্ষণে দুই শিশুই নিথর হয়ে যায়। 

পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

অন্যদিকে নিধি পোদ্দারও একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পরিবারের সদস্যরা গভীর শোকে মুহ্যমান।

আমরা সবাইকে শিশুদের প্রতি আরো সতর্ক থাকতে অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
এক বছরে ১৭৪৩ জনের বিরুদ্ধে দুদকের ৪৫২ মামলা
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের নৈশভোজে যোগদান প্রধান উপদেষ্টার
১০