কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৪

কুমিল্লা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বরুড়া উপজেলার সাহারপদুয়া গ্রামে দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ  বেলা ২টার দিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিশু একই বাড়ির, তারা হলো- সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের নয় বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং রিপন পোদ্দারের আট বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিধি ও বন্নি বাড়ির পাশের দিঘীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অসাবধানতাবশত দিঘীর গভীর অংশে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং তাদের পানি থেকে তুলেও নেয়। তবে ততক্ষণে দুই শিশুই নিথর হয়ে যায়। 

পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

অন্যদিকে নিধি পোদ্দারও একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পরিবারের সদস্যরা গভীর শোকে মুহ্যমান।

আমরা সবাইকে শিশুদের প্রতি আরো সতর্ক থাকতে অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে
রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ 
বাড়তে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
উ. কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে ৪৭ শতাংশ শিশুকে টিকা প্রদান সম্পন্ন
শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!  
জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন
১০