২০৫ কোটি বাজেট বরাদ্দ পেল শাবিপ্রবি

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:৫৭
ছবি : বাসস

সিলেট (শাবিপ্রবি), ৩ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৭৬ লাখ টাকা বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। 

ঘোষিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আসবে ১৮৫ কোটি ৭৬ লাখ টাকা। 

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আসবে ২০ কোটি টাকা। 

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনিক কর্মকর্তারা।

২০২৫-২৬ অর্থবছরের মোট ২০৫ কোটি ৭৬ লাখ টাকার বাজেটের মধ্যে বিশেষ সুবিধাসহ মোট বেতন ও ভাতাদি বাবদ সহায়তা বেতন-ভাতায় ১১১ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা, মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ৪৫ কোটি ৩৫ লাখ পাচঁ হাজার টাকা, পেনশন খাতে ১৫ কোটি টাকা, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে মোট ২ কোটি ৫০ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্য সেবা বাবদ সহায়তা ২০ কোটি টাকা, অন্যান্য অনুদান ১ কোটি ৮৩ লাখ  ৫ হাজার টাকা, যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ টাকা এবং অন্যান্য মূলধন অনুদান ৭০ লাখ টাকা বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 

বিজ্ঞান প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায়  গুরুত্ব দিতে এ বছর ১০ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এই খাতে গত বছরের চেয়ে এ বছর ৭৯ লাখ টাকা বাজেট বৃদ্ধি করা হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরে এ খাতে গবেষণায় শিক্ষকদের জন্য ৮ কোটি ২০ লাখ টাকা, গবেষণায় পিএইচডির জন্য ১ কোটি ৫০ লাখ টাকা, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ টাকা, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ টাকা ও উদ্ভাবন কাজে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

বাজেট উপস্থাপন শেষে উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “চলতি অর্থবছরের বাজেট আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা করব এই বাজেট বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সর্বোচ্চভাবে কাজে লাগাতে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গবেষণার গুরুত্ব আরও বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক তৈরি করা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
এক বছরে ১৭৪৩ জনের বিরুদ্ধে দুদকের ৪৫২ মামলা
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
১০