সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:০১ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ১৯:২৬

সুনামগঞ্জ, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে: উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)। আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে তানভীরের সঙ্গে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুই শিশু কিভাবে পুকুরে নেমেছে তা কেউ দেখেনি। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তানভীরের বাবা কবির হোসেন বলেন, ‘খেলার সময়ই হয়তো পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। আকিব আমার ভাগ্নে। তাদের মৃত্যুতে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি।’ শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, ‘শিশু দু’টিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে
রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ 
বাড়তে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
উ. কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে ৪৭ শতাংশ শিশুকে টিকা প্রদান সম্পন্ন
শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!  
জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন
১০