সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:০১ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ১৯:২৬

সুনামগঞ্জ, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে: উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)। আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে তানভীরের সঙ্গে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুই শিশু কিভাবে পুকুরে নেমেছে তা কেউ দেখেনি। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তানভীরের বাবা কবির হোসেন বলেন, ‘খেলার সময়ই হয়তো পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। আকিব আমার ভাগ্নে। তাদের মৃত্যুতে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি।’ শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, ‘শিশু দু’টিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০