সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খায়রুল কবির খোকন

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:০৭
ছবি : বাসস

নরসিংদী, ৩ জুন, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আশা করছি আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠিত হলে চূড়ান্ত বিজয় অর্জিত হবে।  

আজ বৃহস্পতিবার পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ তাহমিদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, এই বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। নির্বাচন ছাড়া, গণতন্ত্র ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়। 

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ড্যাবের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০