সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খায়রুল কবির খোকন

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:০৭
ছবি : বাসস

নরসিংদী, ৩ জুন, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আশা করছি আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠিত হলে চূড়ান্ত বিজয় অর্জিত হবে।  

আজ বৃহস্পতিবার পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ তাহমিদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, এই বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। নির্বাচন ছাড়া, গণতন্ত্র ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়। 

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ড্যাবের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
এক বছরে ১৭৪৩ জনের বিরুদ্ধে দুদকের ৪৫২ মামলা
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
১০