মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৮৩ জনকে পুশইন করেছে বিএসএফ 

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:২৪

মৌলভীবাজার, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার চারটি সীমান্ত এলাকা পাল্লাথল, কাকমারা, ধলাই ও মুরইছড়া দিয়ে নারী, শিশুসহ ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

আজ ভোর রাতে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

একইদিন ভোর রাতে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজন ও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করেছে বিএসএফ। 

বিজিবির পৃথক তিনটি ব্যাটলিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরিচিত কিছু নারী পুরুষ ঘুরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। এদের বাড়ি যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। 

পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদসহ সব প্রক্রিয়া শেষ করে তাদেরকে আত্মীয়-স্বজনের মাধ্যমে স্ব-স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
 
মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৫০১ জনকে পুশইন করেছে বিএসএফ।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
১০