ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনা

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:০০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে গঠিত রিটার্নিং কর্মকর্তাদের একটি বৈঠক আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। 

এসময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, শহীদুল জাহীদ, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা,বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক শারমীন কবীর। 

বৈঠকে রিটার্নিং কর্মকর্তারা ডাকসু নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন অংশীজনের কাছ থেকে পাওয়া মতামত ও সুপারিশ পর্যালোচনা করেন। এসব পর্যালোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি প্রস্তাবনা উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
বাঁধন ও জারার ছবিযুক্ত বিকৃত পোস্ট শনাক্ত করল ফ্যাক্টওয়াচ
১০