অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২২:০৯
ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জে আলোচিত জঙ্গি বিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন চৌধুরী তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই দিন সকালে নোয়াখালী কারাগার থেকে আসাদুজ্জামানকে শিবগঞ্জ আমলি আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান আসাদুজ্জামানকে উল্লিখিত মামলায় গ্রেফতার দেখানো এবং ৫  দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেল ৩টায় রিমান্ড শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আসাদুজ্জামান সর্বশেষ নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, পুলিশ অফিসার ও পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা মিলে যড়যন্ত্র করে শিবগঞ্জের একটি বাড়িতে জঙ্গি নাটক মঞ্চস্থ করে। জঙ্গি নাটক সৃষ্টি করে আবুল কালাম আবু নামের একজনকে হত্যা করে। পরে হেলিকপ্টারে আরও তিনটি বস্তাবন্দি লাশ বের করে ওই বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তাদের পেটের মধ্যে বোমা বেঁধে রেখে রিমোট কন্ট্রোল দ্বারা বিষ্ফোরক ঘটায়। নৃশংস এ ঘটনার ৭ বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, জঙ্গি মামলায় কোনোভাবেই (এসপি) মো. আসাদুজ্জামান জড়িত নয়। তাকে অহেতুক এ মামলায় জড়ানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় 
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ
ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে
নড়াইলে গুণী শিক্ষকদের সম্মাননা
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
নীলফামারীতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৬ শতাধিক ঘরবাড়ি
বগুড়া শজিমেক হাসপাতালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা 
শিল্পকলায় ১৫ দিনব্যাপী উড কার্ভিং কর্মশালা শুরু
সাতক্ষীরার সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
চট্টগ্রাম-রামগড় সীমান্তে বিজিবির ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন
১০