বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২৩:১৯

চট্টগ্রাম, ৩ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার (৩২) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার জাবেদ মিয়া (৩০)।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যা পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ইকবাল সিকদার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং ব্যুরো বাংলাদেশ এর চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জাবেদ মিয়া একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে। দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ বলেন, ইকবাল সিকদারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার সঙ্গে আহত জাবেদ মিয়াকেও আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার নামের এক এনজিও কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে
রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ 
বাড়তে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
উ. কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে ৪৭ শতাংশ শিশুকে টিকা প্রদান সম্পন্ন
শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!  
জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন
১০