বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২৩:১৯

চট্টগ্রাম, ৩ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার (৩২) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার জাবেদ মিয়া (৩০)।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যা পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ইকবাল সিকদার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং ব্যুরো বাংলাদেশ এর চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জাবেদ মিয়া একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে। দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ বলেন, ইকবাল সিকদারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার সঙ্গে আহত জাবেদ মিয়াকেও আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার নামের এক এনজিও কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  
ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৩
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
রাকসুর প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানালেন কিম: কেসিএনএ
দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
১০