চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:৫৬

চুয়াডাঙ্গা, ৩ জুলাই, ২০২৫ ( বাসস) : জেলার আলমডাঙ্গায়-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া ইট ভাটা সংলগ্নস্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার  রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ (১৬) এবং তার ফার্মে দিনমজুর ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৩৫)।

স্থানীয়রা জানায়, রাতে রিয়াদ ও পলাশ রাস্তার পাশে অজ্ঞাত অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা তাদের দেখতে পেয়ে দ্রুত একটি ভ্যানে করে তাদেরকে আলমডাঙ্গা শহরের  একটি  ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অনেকে ধারণা করছেন, পেছন দিক থেকে দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে গেছে। দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে
রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ 
বাড়তে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
উ. কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে ৪৭ শতাংশ শিশুকে টিকা প্রদান সম্পন্ন
শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!  
জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন
১০