বাউবি’র এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৪২

গাজীপুর, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার (৪ জুলাই) থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ২৪৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪’শ ১৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৪’শ ৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯’শ ৬৪ জন নারী।

এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ৮ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান এই তথ্য জানান।

তিনি আরো জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৫ বছরে কার্ডের মাধ্যমে লেনদেন ২২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
স্টোকসের প্রথম ‘গোল্ডেন ডাক’
মুন্সীগঞ্জের কাটাখালী খাল পরিষ্কার অভিযানে বিডি ক্লিন
চাঁদপুরের কচুয়ায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ
দ্বিতীয়বারের মতো মঞ্চে ফিরছে ওয়েসিস, ব্রিটেনজুড়ে উন্মাদনা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০৪ জন
চট্টগ্রামে অকটেন পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে আটক ১
লাহোরের রাস্তায় নারী ও শিশুর ওপর সিংহের হামলা
পত্নীতলায় এনসিপির সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময়
১০