বাউবি’র এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৪২

গাজীপুর, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার (৪ জুলাই) থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ২৪৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪’শ ১৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৪’শ ৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯’শ ৬৪ জন নারী।

এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ৮ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান এই তথ্য জানান।

তিনি আরো জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
বাঁধন ও জারার ছবিযুক্ত বিকৃত পোস্ট শনাক্ত করল ফ্যাক্টওয়াচ
১০