বাউবি’র এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৪২

গাজীপুর, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার (৪ জুলাই) থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ২৪৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪’শ ১৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৪’শ ৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯’শ ৬৪ জন নারী।

এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ৮ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান এই তথ্য জানান।

তিনি আরো জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লাওসে পাচারকৃত ১৬ জন মোজাম্বিক নাগরিককে উদ্ধার করে দেশে প্রেরণ
আরো বৈদেশিক সাহায্য কমানোর পদক্ষেপ নিলেন ট্রাম্প
ট্রাম্প এখনো পুতিন-জেলেনস্কি বৈঠকের জন্য কাজ করছেন: হোয়াইট হাউস
মার্কিন শুল্কের পরও মাথা নোয়াবে না ভারত
গাজা শহর এখন ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সামরিক বাহিনী
ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে প্রস্তাব দিয়েছে ইউরোপ
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানালেন কিম: কেসিএনএ
জনবল সংকটে ব্যাহত মিনি মৎস্য বীজ খামারের উৎপাদন
নুরুল হকের সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রধান উপদেষ্টার
এফইজেবি’র নতুন কমিটিতে মোস্তফা কামাল মজুমদার সভাপতি, হাসান হাফিজ সাধারণ সম্পাদক
১০