গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৪৮

গোপালগঞ্জ, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় বাসের ধাক্কায় ইয়াসিন মোল্যা (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোল্যা সদর উপজেলা লতিফপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্যার ছেলে। শুক্রবার সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকে করে যশোর থেকে আম নিয়ে গোপালগঞ্জে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ইয়াছিন সড়কের পাশে দাঁড়িয়ে ট্রাকটি মেরামত করছিলেন। 

এ সময় পিছন থেকে যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ইয়াছিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
বাঁধন ও জারার ছবিযুক্ত বিকৃত পোস্ট শনাক্ত করল ফ্যাক্টওয়াচ
কীর্তিমান চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত 
১০