গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৪৮

গোপালগঞ্জ, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় বাসের ধাক্কায় ইয়াসিন মোল্যা (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোল্যা সদর উপজেলা লতিফপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্যার ছেলে। শুক্রবার সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকে করে যশোর থেকে আম নিয়ে গোপালগঞ্জে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ইয়াছিন সড়কের পাশে দাঁড়িয়ে ট্রাকটি মেরামত করছিলেন। 

এ সময় পিছন থেকে যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ইয়াছিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব: শফিকুর রহমান 
সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
টি-টোয়েন্টি দলে ফিরলেন নাইম ও সাইফুদ্দিন
বিএনপি ক্ষমতা নয়, জনগণের রাজনীতি করে : ওবায়দুর রহমান চন্দন
৫ বছরে কার্ডের মাধ্যমে লেনদেন ২২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
স্টোকসের প্রথম ‘গোল্ডেন ডাক’
১০