গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৪৮

গোপালগঞ্জ, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় বাসের ধাক্কায় ইয়াসিন মোল্যা (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোল্যা সদর উপজেলা লতিফপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্যার ছেলে। শুক্রবার সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকে করে যশোর থেকে আম নিয়ে গোপালগঞ্জে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ইয়াছিন সড়কের পাশে দাঁড়িয়ে ট্রাকটি মেরামত করছিলেন। 

এ সময় পিছন থেকে যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ইয়াছিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০