ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৫:০৪
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও, ৪ জুলাই, ২০২৫, (বাসস): জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা  দুজন চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দুজনের বাবা ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে নামলে ডুবে দুজনের মৃত্যু হয়। পরে পরিবারের স্বজনরা পুকুর থেকে  তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল : আইএইএ
আইওয়ায় বিজয় সমাবেশে ‘ইহুদি-বিদ্বেষমূলক’ শব্দ ব্যবহার ট্রাম্পের
কলম্বোর উইকেটে সেট ব্যাটারদের লম্বা ইনিংস খেলা উচিত : তানজিদ
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র ঘিরে নিহত পাঁচশ’র বেশি : জাতিসংঘ
গাজা যুদ্ধবিরতি : আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরাইলি বিরোধীদলীয় নেতার বৈঠক
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব : শিমুল বিশ্বাস 
মুরাদনগরে নারীকে নির্যাতনের পর ভিডিও ছড়িয়ে দেয়ার মূলহোতা গ্রেফতার 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা 
দ্বিতীয় ওয়ানডেতে দলের সাথে থাকছেন না সিমন্স
১০