ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৫:০৪
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও, ৪ জুলাই, ২০২৫, (বাসস): জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা  দুজন চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দুজনের বাবা ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে নামলে ডুবে দুজনের মৃত্যু হয়। পরে পরিবারের স্বজনরা পুকুর থেকে  তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে
রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ 
বাড়তে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
উ. কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে ৪৭ শতাংশ শিশুকে টিকা প্রদান সম্পন্ন
শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!  
জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন
১০