ভোলায় সাড়ে ৫ কিলোমিটার সড়ক নির্মাণে দুর্ভোগ কমলো

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৫:১৭
ছবি : বাসস

ভোলা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার তজুমদ্দিন উপজেলার সম্ভূপুর ইউনিয়নের একটি বেহাল সড়কের নির্মাণ কাজে অর্ধলাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগে অবসান ঘটলো।

স্থানীয় মুচিবাড়ী মোড় থেকে খাসের হাট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ছিল ওই জনপদের মানুষের দুর্ভোগের একমাত্র কারণ। ইউনিয়নের  প্রধান এই সড়কটি গত দুই বছর ধরে খানাখন্দ ও ভাঙাচুরা থাকায় এলাকার মানুষ চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হতো। উপজেলার আঞ্চলিক মহাসড়ক থেকে ইউনিয়নের শেষপ্রান্ত পর্যন্ত এই সড়কটিতে সাধারণ মানুষের চলাচলতো দূরের কথা রিকশা, গাড়ি এমনকি অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে পারতো না। একমাত্র সড়ক দিয়ে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে যেতেও ব্যাপক দুর্ভোগের শিকার হতো। 

অবশেষে জুলাই বিপ্লবের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) উক্ত সড়কটি নির্মাণের কাজ হাতে নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১৮ ফুট প্রশস্ত এ সড়কটির পুরোপুরি কাজ এ বছরের চলতি জুলাই মাসের শেষ নাগাদ সমাপ্ত করা হবে। রাস্তা নির্মাণকাজের সঙ্গে  সম্পৃক্ত তজুমদ্দিন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন গণমাধ্যমকে জানান,টেকসই সড়ক নির্মাণে তারা গুণগত মান যাচাই-বাছাই করেই  কাজটি করছেন।

এদিকে দীর্ঘ বছর পর ওই সড়কটি নির্মাণে এলাকাবাসী খুবই খুশী। সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে ওই এলাকার বাসিন্দা নুরে আলম ও আবুল খায়ের মিয়ার সঙ্গে কথা হয়।

 তারা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে এই রাস্তাটি আদৌ নির্মাণ হবে কিনা আমরা এমন দ্বিধায় ছিলাম। কিন্তু বর্তমান অস্থায়ী সরকার আমাদের সেই কষ্ট ও সন্দেহ দূর করে দিয়েছেন। আমরা এ জন্য আনন্দিত। আমাদের দুর্দশা লাঘবের পদক্ষেপ নেয়ায় আমরা এ সরকারকে দোয়া করছি। 

রাস্তা নির্মাণ হওয়ায় সম্ভূপুরের রিকশাচালক আব্দুর রহমান,কাভার্ড ভ্যানচালক হোসেন মিয়ার চোখে-মুখেও আনন্দ আর তৃপ্তির আভাস। তারা বলেন, এই বেহাল রাস্তা অতীতে আমাদের বহু যানবাহন শেষ করে দিয়েছে। আহত করেছে অসংখ্য মানুষকে। এটি নির্মাণ হওয়ায় এখন আমরা আগের সব দুঃখ-কষ্ট মুছে ফেলেছি। এখানকার শ্রেণিপেশার মানুষ তাদের বহুদিনের দুঃখ বলে খ্যাত প্রধান এই সড়কটি নির্মাণ করায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
বাঁধন ও জারার ছবিযুক্ত বিকৃত পোস্ট শনাক্ত করল ফ্যাক্টওয়াচ
১০