নড়াইল প্রেসক্লাবের দায়িত্বে আব্দুল হক-মাহবুবুর রশিদ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৪:০৩ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১৪:০৫
নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দি নিউজ টুডে’র এস. এম. আব্দুল হক এবং বাংলা টিভির এম. এম. মাহবুবুর রশিদ লাবলু। ছবি : সংগৃহীত

নড়াইল, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দি নিউজ টুডে’র এস. এম. আব্দুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম. এম. মাহবুবুর রশিদ লাবলু। 

সোমবার ২১টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এস এম ইকবাল হোসেন তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।

নতুন এ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুলতান মাহমুদ (বাসস), এডভোকেট আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম. মুনীর চৌধুরী (এনটিভি), কোষাধ্যক্ষ মোস্তফা কামাল (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন (যায় যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মো. ইমরান হোসেন (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক  জহির ঠাকুর (এটিএন বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাজু আহমেদ রাজীব (আইনবার্তা) ও দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- এডভোকেট মো. তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন ও দৈনিক ইত্তেফাক), এডভোকেট আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান), মো. হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কণ্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), মীর্জা নজরুল ইসলাম (মাছরাঙা টিভি) ও খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
সাবেক মন্ত্রী গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ
রাজশাহীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০