সাভারে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০০:২৭ আপডেট: : ২২ নভেম্বর ২০২৫, ০০:৩০

সাভার, ২১নভেম্বর, ২০২৫ (বাসস) : সাভারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভার বাজার রোডের মিয়া অয়েল মিলের মাঠে সাভার পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। 

মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই দেশে গণতন্ত্র পূণরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। 

এসময় তিনি আগামীতে বিজয়ী হয়ে তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস-চাদাঁবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন সাভার-আশুলিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদির, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাভারে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডাকসু সদস্য রাফিয়ার বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
১০