পটুয়াখালীর উপকূলজুড়ে অতিবৃষ্টি, জনজীবনে ভোগান্তি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৪:১৪
ছবি : বাসস

পটুয়াখালী, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে দুই দিনের অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলাসহ পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। 

এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৫ দশমিক ১ মিলিমিটার।

অতিবৃষ্টির কারণে পৌর শহরের জুবিলী স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, সবুজবাগ ৬ নং লেন ও মুন্সেফপাড়াসহ শহরের অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় মারাত্নক জলাবদ্ধতা দেখা দিয়েছে। 
প্রাকৃতিক দুর্যোগটির কারণে শহরের বসতঘরেও পানি প্রবেশ করেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। 

অতি বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদেরও স্কুলে যাওয়া বন্ধ হয়েছে।

আবহাওয়া অফিসের ইনচার্জ মোছাম্মৎ মাহাবুবা সুখী জানায়, গত ২৪ ঘন্টায় ২১৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 
তবে ভারী বৃষ্টিপাত কমে যাবে। 

কলাপাড়ার রাডার স্টেশন জানিয়েছেন, সমুদ্রে লঘু চাপের কারণে, পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী আরো দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

এদিকে উপকূলের বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। মাছ ধারার ট্রলার নিয়ে জেলেরা উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
সাবেক মন্ত্রী গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ
রাজশাহীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০