গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:১৬
প্রতীকী ছবি

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার শুরু হওয়া প্রক্রিয়া চলবে ১০ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে। প্রাথমিক ভর্তি ফি (অনলাইনে পরিশোধযোগ্য) ৮ জুলাই দুপুর ১২টা থেকে ৯ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৯ জুলাই সকাল ১০টা থেকে ১০ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি ফি অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত  করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না। প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা
মুন্সীগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিএনপির উপহার বিতরণ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
১০