চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২০:১২
তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা। ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ জুলাই, ২০২৫ (বাসস): চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে পাহাড়তলী বাজার সংলগ্ন বিভিন্ন চালের আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওজনে কম দেওয়া, প্যাকেটজাত নিম্নমানের চাল ও মূল্য-তালিকায় অনিয়ম পাওয়ায় মেসার্স চৌধুরী অ্যান্ড কোং-কে ১ লাখ, মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার এবং মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, অভিযানকালে ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল ভিন্ন নামে বাজারজাত ও মূল্য তালিকা না রাখার প্রমাণ মিলেছে। ভবিষ্যতেও এ সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান, আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম অংশ নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০