রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২১:৩৯

রংপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস): রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় সোহেল হাসান নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শানেরহাট ইউনিয়নের ঝন্টুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। হাসান শানেরহাট ইউনিয়নের পূর্ব সানেরহাট গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং ওই ইউনিয়নের দারুল কুরআন নূরাণী মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে হাসান মাদ্রাসা থেকে বের হয়ে খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার সময় দ্রুত গতির একটি অটো রিকশা চাপা দিলে সে গুরুতর  আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত চিহ্ন ছিল।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০