নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২২:৫২
ছবি : বাসস

নোয়াখালী, ৮ জুলাই ২০২৫ (বাসস) : নোয়াখালীতে প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে জেলার চারটি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৯ ও ১০ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নয়টি উপজেলার মধ্যে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং অর্ধবার্ষিক পরীক্ষা সমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি উপজেলা গুলোতে দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার সম্ভাবনাকে জোরদার করছে। এদিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগামীকাল সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি সভা ডেকেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
১০