নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২২:৫২
ছবি : বাসস

নোয়াখালী, ৮ জুলাই ২০২৫ (বাসস) : নোয়াখালীতে প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে জেলার চারটি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৯ ও ১০ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নয়টি উপজেলার মধ্যে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং অর্ধবার্ষিক পরীক্ষা সমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি উপজেলা গুলোতে দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার সম্ভাবনাকে জোরদার করছে। এদিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগামীকাল সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি সভা ডেকেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০