মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ 

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫১
নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পলিত।  ছবি: বাসস

নওগাঁ, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণ কর্মসূচি পলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন।

আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, মো. শামসুল ইসলাম বাদল, মো. নুরুল ইসলাম, মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

মান্দা উপজেলার কশব ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করা হয়। 

উপজেলার কশব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসেম সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবি ছাত্র সংসদ আইনের অনুমোদন
হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও সভা
৫ ডিসেম্বর প্রথমবারের মত ঢাকায় হচ্ছে স্টুডেন্টস রান ২০২৫
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
বিএম কলেজে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোট গ্রহণ শুরু
ক্র্যাবের ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেছে, স্বস্তিতে খুলনাবাসী
দিনাজপুরে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন ৭১ হাজার
১০