কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৫:৩৮
বুধবার কুড়িগ্রাম জেলার রাজারহাটে তিস্তা নদীতে উদ্ধার অভিযান পরচালনা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল (ইনসেটে নাজিম)। ছবি : বাসস

কুড়িগ্রাম, ৯জুলাই, ২০২৫(বাসস) : জেলার  রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজ নাজিম (৫) নামের এক শিশুর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ সকালে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার নিখোঁজ হয় সে। 

মৃতশিশু নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু নাজিম গতকাল বিকেলে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এ সময় সবার অজান্তে বাড়ির পাশে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয় সে। পরে  বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে জানায় স্থানীয়রা। রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, ঘাটে বেঁধে রাখা একটি নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০