পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:১৮
পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নস্থ মুজাফফরাবাদের নাইতপাড়ায় বিপজ্জনক একটি গ্যাস ফিলিং কারখানা থেকে ৫১২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

কারখানাটির সন্ধান পেয়ে সেনাবাহিনী পটিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

অভিযানে পটিয়া থানার পুলিশও অংশ নেয়। কারখানায় অবৈধভাবে মজুত করা ৫১২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) ভোর রাতে অবৈধ গ্যাস ফিলিং কারখানাটিতে অভিযান চালালেও কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিয়ে সীমান্তে পটিয়া উপজেলার মুজাফফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করে।

অভিযানের খবর আগে থেকে বুঝতে পেরে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তবে কারাখানাটি থেকে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল এবং গ্যাস ফিলিং করার মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, কারখানায় অবৈধভাবে মজুত করে রাখা ৫১২টি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে । 

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০