বৈরী আবহাওয়ায় ইলিশসহ সামুদ্রিক মাছের সংকট

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:১৪
প্রতীকী ছবি

বরগুনা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় জেলার উপকূলীয় এলাকার পাঁচ শতাধিক ট্রলার মাছ শিকারের জন্য গভীর সাগরে যেতে পারেনি।  কয়েক হাজার জেলে এখন নিরাপদ আাশ্রয়ে বেকার সময় কাটাচ্ছেন। স্থানীয় বাজারে ইলিশসহ সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে ।

জেলেরা জানান, প্রায়  গত দুই সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে তারা সমুদ্রে যেতে পারছেন না। ঝুঁকি নিয়ে যারা গিয়েছিলেন তারাও খালি হাতে ফিরে এসেছেন। তেল, বরফ ও বাজার খরচ সবই লোকসানে গেছে। 

ট্রলার মালিক আবুল হোসেন ফরাজী জানিয়েছেন, গত এক মাসে তার তিনটি ট্রলারে ১৪ লাখ টাকার বাজারসামগ্রী নিয়ে সমুদ্রে পাঠিয়েছেন। কিন্তু মাছ বিক্রি করতে পেরেছেন মাত্র চার লাখ টাকার। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে উপকূলের পাঁচ শতাধিক ট্রলার ঘাটে নোঙর করে অলস সময় কাটাচ্ছে। গভীর সমুদ্রে ইলিশও কমে যাচ্ছে। প্রতি ট্রিপে ট্রলার মালিকদের লোকসান গুনতে হচ্ছে। মাছনির্ভর এই অঞ্চলের মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০