গোমতীতে হঠাৎ পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৬
টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ছবি : বাসস

কুমিল্লা, ৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে পানি দ্রুতগতিতে বাড়ছে।

আজ সকাল ৯টায় কুমিল্লার চাঁনপুর ব্রীজ পয়েন্টে গোমতীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নীচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিসের তথ্য অনুযায়ী, বিপদসীমা নির্ধারিত আছে ১১ দশমিক ৩০ মিটার। এই অবস্থায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জেলা প্রশাসনকে সব তথ্য জানানো হচ্ছে।

অপরদিকে, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোমতির পানি সকাল ছয়টায় ৮মিটার উচ্চতায় ছিলো।  সকাল নয়টায় তা বেড়ে সাড়ে ৮মিটার উচ্চতায় আসে। পানি বৃদ্ধির ধারাবাহিকতার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলগুলোতে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০