গোমতীতে হঠাৎ পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৬
টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ছবি : বাসস

কুমিল্লা, ৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে পানি দ্রুতগতিতে বাড়ছে।

আজ সকাল ৯টায় কুমিল্লার চাঁনপুর ব্রীজ পয়েন্টে গোমতীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নীচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিসের তথ্য অনুযায়ী, বিপদসীমা নির্ধারিত আছে ১১ দশমিক ৩০ মিটার। এই অবস্থায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জেলা প্রশাসনকে সব তথ্য জানানো হচ্ছে।

অপরদিকে, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোমতির পানি সকাল ছয়টায় ৮মিটার উচ্চতায় ছিলো।  সকাল নয়টায় তা বেড়ে সাড়ে ৮মিটার উচ্চতায় আসে। পানি বৃদ্ধির ধারাবাহিকতার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলগুলোতে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০