গোমতীতে হঠাৎ পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৬
টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ছবি : বাসস

কুমিল্লা, ৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। টানা দুই দিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের কারণে নদীতে পানি দ্রুতগতিতে বাড়ছে।

আজ সকাল ৯টায় কুমিল্লার চাঁনপুর ব্রীজ পয়েন্টে গোমতীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নীচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিসের তথ্য অনুযায়ী, বিপদসীমা নির্ধারিত আছে ১১ দশমিক ৩০ মিটার। এই অবস্থায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জেলা প্রশাসনকে সব তথ্য জানানো হচ্ছে।

অপরদিকে, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোমতির পানি সকাল ছয়টায় ৮মিটার উচ্চতায় ছিলো।  সকাল নয়টায় তা বেড়ে সাড়ে ৮মিটার উচ্চতায় আসে। পানি বৃদ্ধির ধারাবাহিকতার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলগুলোতে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
ডাকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা: বাইরে না যাওয়ার নির্দেশ
নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন
দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে ভারত
সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসেই শেষ করতে চায় ইসি
ভ্যানচালক মোস্তফা শেখের দায়িত্ব নিলেন তারেক রহমান
‎সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি উৎপাদনে বাগেরহাট দ্বিতীয়
১০