গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৪৯ আপডেট: : ১০ জুলাই ২০২৫, ১১:৩৫
বুধবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্বরণে জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : বাসস

সিরাজগঞ্জ,  ৯ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় জেলার স্থানীয় নেতৃদের  সঙ্গে নিয়ে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা ৬৪ জেলাতে নির্মিত হবে। আশা করছি আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে।  আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র, জনতা ও পুলিশসহ এই জেলায় নিহত হয় ২৯ জন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০