কক্সবাজার সাগরে গোসলে নেমে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:০৪

কক্সবাজার, ৯ জুলাই, ২০২৫ (বাসস):নিখোঁজের ২৬ ঘণ্টা পর কক্সবাজারের নাজিরারটেক সমুদ্রসৈকত  থেকে  আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় জেলেরা সৈকতে মরদেহটি ভাসতে দেখেন। পরে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও সী সেফ লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এটি নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমদের বলে শনাক্ত করা হয়। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসিফ আহমেদ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

মরদেহটি নিখোঁজ হওয়া স্থান হিমছড়ি সৈকত থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরের নাজিরারটেক এলাকায় পাওয়া যায়।

এ নিয়ে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলো। এর আগে গতকাল মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতে ভেসে উঠলে কে এম সাদমান রহমানের মরদেহ উদ্ধার করেন জেলেরা।

তবে এখনো নিখোঁজ রয়েছেন চবির আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে টানা তল্লাশি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাগুলো।

আসিফ আহমদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানকে উদ্ধারে জেটস্কি ব্যবহার করে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি এলাকায় সাগরে গোসল করতে নামেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান (২২)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০