রাজশাহীতে নিম্নমানের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরিমানা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৯ জুলাই, ২০২৫(বাসস): বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলার চারঘাট উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

অভিযানকালে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের ‘ব্যাটারির পানি’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় হলিদাগাছী এলাকার ইমরান পিওর ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির আগে উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। 

‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ পণ্যটি আরো বেশি মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে তৈরি করতে হয় এবং পণ্যটির মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি থাকা আবশ্যক হলেও তার কোনরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়ে আসছিল খাবার পানি। 

এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘ব্যাটারির পানি’ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন প্রভৃতি) ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা অত্যন্ত বেশি থাকায় গাড়ি ও আইপিএসসহ যেকোন ডিভাইসের ব্যাটারির জন্য তা মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড ‘ভলভো’ নকল করে তৈরি করে আসছিল ব্যাটারি পানি।

চারঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০