রাজশাহীতে নিম্নমানের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরিমানা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৯ জুলাই, ২০২৫(বাসস): বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলার চারঘাট উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

অভিযানকালে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের ‘ব্যাটারির পানি’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় হলিদাগাছী এলাকার ইমরান পিওর ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির আগে উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। 

‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ পণ্যটি আরো বেশি মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে তৈরি করতে হয় এবং পণ্যটির মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি থাকা আবশ্যক হলেও তার কোনরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়ে আসছিল খাবার পানি। 

এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘ব্যাটারির পানি’ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন প্রভৃতি) ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা অত্যন্ত বেশি থাকায় গাড়ি ও আইপিএসসহ যেকোন ডিভাইসের ব্যাটারির জন্য তা মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড ‘ভলভো’ নকল করে তৈরি করে আসছিল ব্যাটারি পানি।

চারঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০