চট্টগ্রামে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:১৮

চট্টগ্রাম, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীর বাকলিয়া থেকে চুরি হওয়া সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কারসহ নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে।

বুধবার বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাকলিয়া থানাধীন বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কালু বাঁশখালীর জলদি এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি তুলাতলি এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল ৫টায় স্বপ্না রানী ধর তার ছোটভাইয়ের মেয়ের বিয়েতে নগরীর পাঁচলাইশে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি অটোরিক্সায় করে শাহ আমানত ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের ট্রাফিক বক্সের সামনে নামেন। এসময় হাতে থাকা কাপড়ের ব্যাগটি পাশে রেখে তিনি ফোনে কথা বলার একপর্যায়ে দেখতে পান ব্যাগটি নেই। ব্যাগের ভেতর সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে তিনি দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহযোগিতায় ৭ ঘণ্টার মধ্যে বাকলিয়ার বাস্তুহারা কলোনি এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে চুরি হওয়া সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার, বিয়ের শাড়ি ও মোবাইল ফোনসহ মোট ১২ লাখ ৩২ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয় 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
ফৌজদারি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত পরিপত্র জারি
খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা
১০