চট্টগ্রামে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:১৮

চট্টগ্রাম, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীর বাকলিয়া থেকে চুরি হওয়া সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কারসহ নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে।

বুধবার বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাকলিয়া থানাধীন বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কালু বাঁশখালীর জলদি এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি তুলাতলি এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল ৫টায় স্বপ্না রানী ধর তার ছোটভাইয়ের মেয়ের বিয়েতে নগরীর পাঁচলাইশে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি অটোরিক্সায় করে শাহ আমানত ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের ট্রাফিক বক্সের সামনে নামেন। এসময় হাতে থাকা কাপড়ের ব্যাগটি পাশে রেখে তিনি ফোনে কথা বলার একপর্যায়ে দেখতে পান ব্যাগটি নেই। ব্যাগের ভেতর সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে তিনি দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহযোগিতায় ৭ ঘণ্টার মধ্যে বাকলিয়ার বাস্তুহারা কলোনি এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে চুরি হওয়া সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার, বিয়ের শাড়ি ও মোবাইল ফোনসহ মোট ১২ লাখ ৩২ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয় 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০