চট্টগ্রামে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:১৮

চট্টগ্রাম, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীর বাকলিয়া থেকে চুরি হওয়া সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কারসহ নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে।

বুধবার বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাকলিয়া থানাধীন বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কালু বাঁশখালীর জলদি এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি তুলাতলি এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল ৫টায় স্বপ্না রানী ধর তার ছোটভাইয়ের মেয়ের বিয়েতে নগরীর পাঁচলাইশে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি অটোরিক্সায় করে শাহ আমানত ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের ট্রাফিক বক্সের সামনে নামেন। এসময় হাতে থাকা কাপড়ের ব্যাগটি পাশে রেখে তিনি ফোনে কথা বলার একপর্যায়ে দেখতে পান ব্যাগটি নেই। ব্যাগের ভেতর সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে তিনি দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহযোগিতায় ৭ ঘণ্টার মধ্যে বাকলিয়ার বাস্তুহারা কলোনি এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে চুরি হওয়া সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার, বিয়ের শাড়ি ও মোবাইল ফোনসহ মোট ১২ লাখ ৩২ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয় 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০