জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশের মধ্যে প্রথম সুনামগঞ্জ জেলা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৩:৫৪

সুনামগঞ্জ, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : সারাদেশের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম হয়েছে সুনামগঞ্জ জেলা।

স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জুন’ মাসের তুলনামূলক তথ্য অনুযায়ী এই সাফল্য অর্জন করে সুনামগঞ্জ জেলা। এই সাফল্যেও পেছনে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সার্বিক তত্ত্বাবাধন  ছিলো  লক্ষনীয়। 

উল্লেখ্য, জুন মাসে সুনামগঞ্জ জেলা চার হাজার ৪৫৭টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ৬৪৩টি জন্ম নিবন্ধন সম্পন্ন করেছে, যা লক্ষ্যমাত্রার ২১৬%। একই সময়ে সম্ভাব্য এক হাজার ৪৯৬টি মৃত্যুর বিপরীতে ১ বছরের মধ্যে দুই হাজার ৪১৮টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১৬২%। সব মিলিয়ে জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় শতাংশ দাঁড়িয়েছে ১৮৯.০%।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার শাখার সকল কর্মকর্তার নিরলস প্রচেষ্টায় এই সফলতা।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্বশীলতার সাথে কাজ করার ফলেই জুন মাসে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে সুনামগঞ্জ জেলা। তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে আমরা বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০