ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৫:৫১
বৃহস্পতিবার শহীদদের স্মরণে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ১৭ জুলাই ২০২৫, (বাসস): জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি কফিন মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের জুলাই চত্বরে শেষ হয়। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সেখানে কফিন সামনে রেখে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর আয়াস, যুগ্ম সদস্য সচিব আরিফ হাসান তমাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলামিন, সামিউল শান্ত, জিকে ওমর, আব্দুল আলিম, জুলাই আন্দোলনে আহত মেরাজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায় সেই লক্ষ্যে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিদেশিরা, প্রয়োজন আরো প্লট   
কর্মী সংকটে মাদারীপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইএইচটি
ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা
মরক্কোতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে জেন জি 
১০