ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৫:৫১
বৃহস্পতিবার শহীদদের স্মরণে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ১৭ জুলাই ২০২৫, (বাসস): জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি কফিন মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের জুলাই চত্বরে শেষ হয়। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সেখানে কফিন সামনে রেখে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর আয়াস, যুগ্ম সদস্য সচিব আরিফ হাসান তমাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলামিন, সামিউল শান্ত, জিকে ওমর, আব্দুল আলিম, জুলাই আন্দোলনে আহত মেরাজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায় সেই লক্ষ্যে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০