ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৫:৫১
বৃহস্পতিবার শহীদদের স্মরণে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ১৭ জুলাই ২০২৫, (বাসস): জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি কফিন মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের জুলাই চত্বরে শেষ হয়। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সেখানে কফিন সামনে রেখে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর আয়াস, যুগ্ম সদস্য সচিব আরিফ হাসান তমাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলামিন, সামিউল শান্ত, জিকে ওমর, আব্দুল আলিম, জুলাই আন্দোলনে আহত মেরাজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায় সেই লক্ষ্যে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গাজীপুরে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি, হতাহতের খবর পাওয়া যায়নি 
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
১০