ফেনীতে ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৫:৫৮
ভারতীয় পণ্য জব্দ। ছবি : বাসস

ফেনী, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক, ব্লেড, সিগারেট ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ফেনী ৪ ব্যাটালিয়নের টহল দল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ব্লেড, সিগারেট ও শাড়ি জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।

জব্দকৃত মালামাল স্থানীয় থানা, কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাসেও আওয়ামী আইনজীবীদের সরিয়ে নতুন প্যানেল নিয়োগ দিতে পারেনি দুদক
নারী ফুটবলে ট্রান্সফারে বিশ্ব রেকর্ড অলিভিয়া স্মিথের
ইসির নতুন নীতিমালা : নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর নির্ধারণ
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
১০