রংপুরের পীরগঞ্জে ট্রাক বাস সংঘর্ষে নিহত ২

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:১৮

রংপুর, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে গতকাল বুধবার দিবাগত রাতে ট্রাক ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটিকে সরিয়ে নিতে চালককে ডাকাডাকি করছিল। এ সময় পিছন দিক থেকে জামালপুর থেকে  ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের এক বাস সজোরে ট্রাকটিকে ধাক্কা  দেয়। 

ঘটনাস্থলেই বাসযাত্রী টাঙ্গাইলের ধনবাড়ি গৌরাঙ্গ বাজারের আব্দুস সামাদের  ছেলে মো. আলমগীর হোসেন (৪০) ও জামালপুরের মোকন্দবাড়ি হাজিপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে আশরাফুল (৪২) মারা যান। 

এসময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য মিজান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসযাত্রী শাহাদ ও আ. হামিদসহ ১০ জন আহত হন। পরে আহতদের রংপুর ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশ সদস্য মিজানকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান বলেন, ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০