মুন্সীগঞ্জ, ১৭ জুলাই, ২০২৫ ( বাসস ) : জেলার শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে আল আমীন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমীন কুড়িগ্রাম জেলার পাচঁগাছি এলাকার আছর উদ্দিনের ছেলে।
শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে আল আমীনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ নিয়ে যায়।