শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না ছাত্রদল : রাকিবুল ইসলাম

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৫৭ আপডেট: : ১৭ জুলাই ২০২৫, ১৭:২০
রংপুরে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : বিএনপি মিডিয়া সেল

রংপুর, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতদিন ছাত্রদল বেঁচে থাকবে, ততদিন বাংলার মাটিতে শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে ম্লান হতে দেবে না। 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের সকল ইউনিট ঝাঁপিয়ে পড়েছিল।

রাকিবুল ইসলাম বুধবার শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে গণঅভ্যুত্থানের সকল শহীদ স্মরণে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর বিভাগের উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। 

জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবরের পাশে কোনো ছাত্রসংগঠন না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাকিবুল ইসলাম বলেন, এক বছর হতে না হতেই আন্দোলনের দাবিদার অনেক ছাত্রসংগঠন শহীদ আবু সাঈদকে ভুলতে বসেছে। 

তিনি আরও বলেন, তারা কেউ তার কবরের পাশে না গেলেও ছাত্রদল তাকে ভুলেনি। তাই ছাত্রদল তার গ্রামের বাড়ি পীরগঞ্জে গিয়ে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে ও শ্রদ্ধা জানিয়েছে। 

এ সময় কেন্দ্রীয় নেতা-কর্মীরা ছাড়াও জেলা ও মহানগরের নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন। 

সভায় রংপুর বিভাগের ছাত্রদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাসেও আওয়ামী আইনজীবীদের সরিয়ে নতুন প্যানেল নিয়োগ দিতে পারেনি দুদক
নারী ফুটবলে ট্রান্সফারে বিশ্ব রেকর্ড অলিভিয়া স্মিথের
ইসির নতুন নীতিমালা : নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর নির্ধারণ
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
১০