শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৩২
ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা। ছবি : বাসস

ফেনী, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ফেনীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করার অপরাধে ৪ পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবীব খান ও ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন।

সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৩টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকচালককে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবহনগুলো থেকে ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারি গণপরিবহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সময় প্রচার চালানো হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত, জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। অভিযানকালে, শব্দদূষণ মানুষের শরীরের জন্য ক্ষতিকর সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট যানবাহনের চালকদের মধ্যে বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলা উপকূলের মৎস্য অভয়ারণ্যে নদী প্রহরায় নিয়োজিত ৪ বাহিনী
চাঁদপুরে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
দিনাজপুরের বউ মেলায় তরুণ-তরুণীরা খোঁজেন জীবনসঙ্গী 
সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল কবির রিজভী
মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মৎস্যজীবীদের জন্য বরাদ্দ ৭৩.৪০ মে:টন চাল
ভেনিজুয়েলার উপকূলে মাদক বহনের নৌকায় মার্কিন বাহিনীর আক্রমণে নিহত ৪
ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে মামলা
মেহেরপুরের আমঝুপি নীলকুঠি: বাংলার শোষণ আর সংগ্রামের ঐতিহাসিক নিদর্শন
১০