শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৩২
ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা। ছবি : বাসস

ফেনী, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ফেনীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করার অপরাধে ৪ পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবীব খান ও ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন।

সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৩টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকচালককে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবহনগুলো থেকে ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারি গণপরিবহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সময় প্রচার চালানো হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত, জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। অভিযানকালে, শব্দদূষণ মানুষের শরীরের জন্য ক্ষতিকর সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট যানবাহনের চালকদের মধ্যে বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০