শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৩২
ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা। ছবি : বাসস

ফেনী, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ফেনীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করার অপরাধে ৪ পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবীব খান ও ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন।

সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৩টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকচালককে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবহনগুলো থেকে ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারি গণপরিবহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সময় প্রচার চালানো হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত, জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। অভিযানকালে, শব্দদূষণ মানুষের শরীরের জন্য ক্ষতিকর সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট যানবাহনের চালকদের মধ্যে বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০