শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৩২
ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা। ছবি : বাসস

ফেনী, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ফেনীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করার অপরাধে ৪ পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবীব খান ও ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন।

সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৩টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকচালককে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবহনগুলো থেকে ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারি গণপরিবহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সময় প্রচার চালানো হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত, জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। অভিযানকালে, শব্দদূষণ মানুষের শরীরের জন্য ক্ষতিকর সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট যানবাহনের চালকদের মধ্যে বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০