সাতক্ষীরায় বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৭:৩০

সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি। জব্দকৃত মালপত্রের বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮৮ হাজার টাকা।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, পদ্মশাখরা, কুশখালী, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজীপুর বিওপির বিশেষ অভিযানিক দল মোবারকের মোড় থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল ফুটবল মাঠ থেকে শাড়ি ও বোরকা এবং কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান থেকে ভারতীয় বোরকা জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কাদপুর থেকে ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ অভিযানিক দল লাঙ্গলঝাড়া থেকে শাড়ি জব্দ করে। মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল তালতলা ও ভাদিয়ালী থেকে ঔষধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল রাজ্জাকের মোড় থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। 

তিনি বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
অন্তর্বর্তী ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী ক্রিস্টেনসেন 
মাদারীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ অভিবাসীর প্রাণহানি
জুলাই আন্দোলনে নিরীহ আন্দোলনকারীদের হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রথম চার্জশিট
১০