সাতক্ষীরায় বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৭:৩০

সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি। জব্দকৃত মালপত্রের বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮৮ হাজার টাকা।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, পদ্মশাখরা, কুশখালী, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজীপুর বিওপির বিশেষ অভিযানিক দল মোবারকের মোড় থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল ফুটবল মাঠ থেকে শাড়ি ও বোরকা এবং কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান থেকে ভারতীয় বোরকা জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কাদপুর থেকে ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ অভিযানিক দল লাঙ্গলঝাড়া থেকে শাড়ি জব্দ করে। মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল তালতলা ও ভাদিয়ালী থেকে ঔষধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল রাজ্জাকের মোড় থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। 

তিনি বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি শিক্ষকদের প্রচেষ্টায় বদলে গেছে হোটেলের খাবারের মান
মাগুরায় আন্ত:বিদ্যালয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত 
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
ঝিনাইদহে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৫১৫
মাদারীপুরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত 
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্রাজিল
 অর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে : তাসনিম জারা
শ্রেণি শোষণহীন বাংলাদেশ গড়ার আহ্বান প্রিন্সের
রামেক হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালালরা, ভোগান্তিতে রোগীরা
১০