সাতক্ষীরায় বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৭:৩০

সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি। জব্দকৃত মালপত্রের বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮৮ হাজার টাকা।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, পদ্মশাখরা, কুশখালী, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজীপুর বিওপির বিশেষ অভিযানিক দল মোবারকের মোড় থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল ফুটবল মাঠ থেকে শাড়ি ও বোরকা এবং কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান থেকে ভারতীয় বোরকা জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কাদপুর থেকে ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ অভিযানিক দল লাঙ্গলঝাড়া থেকে শাড়ি জব্দ করে। মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল তালতলা ও ভাদিয়ালী থেকে ঔষধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল রাজ্জাকের মোড় থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। 

তিনি বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : রেজাউল করীম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
১০