
যশোর, ২৪ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার চৌগাছা উপজেলায় আজ বালুবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন (১৫) ও আশরাফুল ইসলাম (১৫) নামে মোটরসাইকেলের আরোহী দুই কিশোর নিহত হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলায় ঝিকরগাছা-চৌগাছা সড়কের জাহাঙ্গীরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসাইন জেলার চৌগাছা উপজেলার বাশাপোল কালিয়াকুণ্ডু গ্রামের ইনতাজ হোসাইনের ছেলে এবং আশরাফুল ইসলাম একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে ইমন ও আশরাফুল মোটরসাইকেল যোগে ঝিকরগাছা-চৌগাছা সড়ক দিয়ে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদড়া মোড়ে বালুবাহী একটি ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমন ও আশরাফুল নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।